উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বৃহস্পতিবার (০৭নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ) উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হায়দারভ ইলকহম উদকুরোভিচের সাথে সাক্ষাৎ করেন। এ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও ট্যুরিজম বিভাগের প্রথম সচিব আজিঝভ সিরাজ ও বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো: নাজমুল আলম সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. ইসলাম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ- উজবেকিস্তানের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ হিসেবে তিনি বস্ত্র, ঔষধ, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি খাতের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করেন।
এ লক্ষ্যে তিনি ব্যাংকিং প্রক্রিয়া, ভিসা সহজীকরণ ও দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের উপর জোর গুরুত্ব আরোপ করেন, যা ব্যবসা-বাণিজ্য গতিশীলতা আনায়নের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
বস্ত্র ও অবকাঠামোসহ উজবেকিস্তানের অর্থনৈতিক পরিমনন্ডলে যে দক্ষ জনশক্তির চাহিদা তৈরি হয়েছে, সে ক্ষেত্রে বাংলাদেশ ও উজবেকিস্তান আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলে রাষ্ট্রদূত অভিমত প্রকাশ করেন। উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ-উজবেকিস্তানের যে অপরিসীম সম্ভাবনা রয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়নে তাঁর সরকারের আন্তরিকতা ও দৃঢ়তার কথা পুন:ব্যক্ত করেন। বস্ত্র ও ঔষধ শিল্পসহ আইটি ও কৃষি খাতে বাংলাদেশের অর্জন ও উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশের অভিজ্ঞতা ও এক্সপার্টিজ কাজে লাগাতে তাঁর অভিপ্রায় ব্যক্ত করেন।
বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন পুন:চালুকরন, দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, ঢাকায় উজবেকিস্তান কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা, উজবেকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
বাংলাদেশ ও উজবেকিস্তানের অর্থনৈতিক সম্পর্ককে আরো মজবুত ও অর্থবহ করতে উভয়ই তাদের প্রচেষ্টা ও কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাবেন-এ প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।