All Menu

অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে ঐতিহাসিক ৬-দফা দিবস পালিত

অটোয়া, কানাডা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কানাডার অটোয়ায় শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ হাই-কমিশনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৬-দফা দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে হাই-কমিশন প্রাঙ্গণে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব। অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এছাড়া, দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৬-দফার প্রেক্ষাপট ও ঐতিহাসিক তাৎপর্যের ওপর আলোকপাত করেন। তাঁরা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ৬-দফা আন্দোলনের ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এর অবদানের ওপর জোর দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top