All Menu

প্রবাসীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে


সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রিয়াদ, সৌদি আরব, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী বাংলাদেশিদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রাষ্ট্রদূত শুক্রবার (০৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রদূত তাঁর বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের কোম্পানির বিধিবিধান ও সৌদি আরবের আইনকানুন মেনে কাজ আহ্বান জানান। তিনি সৌদি আরবে আসার পূর্বে কাজ ও কোম্পানি সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে এবং যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আসার জন্য পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে পদ্মা দল মেঘনা দলকে ৩৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ অনুষ্ঠানে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী, প্রথম সচিব (শ্রম) মো: মহসিন আল-ফারুক, দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং এবিভি রক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top