All Menu

মালয়েশিয়ায় দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যুতে হাইকমিশনের শোক

কুয়ালালামপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মালয়েশিয়ার পেনাং রাজ্যে তিন জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় আনুমানিক রাত ৯ দশমিক ৪৫ মিনিটে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই-কমিশন। মৃত তিন ব্যক্তি হলেন- মোহাম্মদ মোকাদ্দেশ আলী (পাসপোর্ট নং: EJ0915363), পিতা মোঃ আফসার আলী, গ্রাম: হরিপুর, উপজেলা: শিবগঞ্জ, জেলা: বগুড়া; মোহাম্মদ সাইফুল ইসলাম (পাসপোর্ট নং: EH0730224) পিতা: মোঃ রওশন আলী, গ্রাম: লক্ষ্মীপুর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা এবং মোঃ আহাদ আলী (পাসপোর্ট নং: A01964104) পিতা: মোহাম্মদ ওসমান মন্ডল, গ্রাম : ছাইপাই, উপজেলা: চাটমোহর, জেলা: পাবনা। দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনা স্থলে প্রেরণ করেন। উক্ত দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন। প্রাপ্ত তথ্য মোতাবেক জানা যায় ঐ ৩ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক উক্ত দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হসপিটালে সংরক্ষিত রয়েছে। এছাড়া আরও ২ জন বাংলাদেশি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পেনাং জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
মৃত ৩ জন বাংলাদেশি কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্য কাজ করছে হাই-কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top