তাসখন্দ, উজবেকিস্তান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে তাসখন্দ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের রেক্টর প্রফেসর ড. রিজাইভ কামালের মধ্যে সোমবার (২০ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উভয়ই বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ও ঔষধখাতে গবেষণা এবং বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনসম্পদ গড়ে তোলার ওপর জোর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের ঔষধ শিল্পের অগ্রযাত্রা ও অর্জনের প্রতি আলোকপাত করে বলেন যে, অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৯৮ শতাংশ মিটিয়ে বাংলাদেশের ঔষধ আজ বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে। ঔষধ শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের যোগ্যতা, পরিশ্রম ও আন্তরিকতার পাশাপাশি তিনি উৎপাদিত ঔষধের গুণগতমান ও এ শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার এ সফলতার অন্যতম কারণ বলে আখ্যায়িত করেন। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ফার্মাসিস্টগণ অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফার্মেসি অধ্যয়ন ও গবেষণার বিষয়ে রেক্টর প্রফেসর কামালকে অবহিত করেন। রেক্টর ড. কামাল তাসখন্দ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পর্কে রাষ্ট্রদূতকে ধারণা দেন এবং দক্ষিণ এশিয়াসহ এশিয়ার যেসকল দেশের প্রতিষ্ঠানসমূহের সাথে তাদের সহযোগিতা বিদ্যমান রয়েছে তার ধরন, প্রকৃতি ও সুবিধাসহ তুলে ধরেন। আগামীতে ফার্মেসি বিষয়ে ছাত্র শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি ঔষধ খাতে বাংলাদেশ- উজবেকিস্তানের মধ্যকার বিরাজমান সম্পর্ককে আরো গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্যদিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।