All Menu

গাজায় ইসরাইলি হামলায় হতাহতের বিষয়ে তুরস্কে বিভিন্ন দেশের ফাস্ট লেডিদের বিশেষ বৈঠক

বঙ্গভবন, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ঘটনায় করণীয় বিষয়ে তুরস্কে বিভিন্ন দেশের ফাস্ট লেডিদের অংশগ্রহণে গতকাল এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘United for Peace in Palestine’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। সম্মেলনে ড. রেবেকা সুলতানা তাঁর ভাষণে গাজায় ইসরাইলি হামলার শিকার সাধারণ জনগণ বিশেষ করে নারী ও শিশুদের সাহায্য-সহযোগিতা প্রদানের লক্ষ্যে বিশেষ এ বৈঠকের আয়োজন করায় অনুষ্ঠানের সভাপতি তুরস্কের ফার্স্ট লেডি ইমাইন এরদোগানকে ধন্যবাদ জানান। ড. রেবেকা সুলতানা বলেন, বিগত এক মাসে গাজায় ইসরাইলের চলমান হামলায় ১১ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলের এ হামলাকে বর্বরতম, গণহত্যা ও মানবিক বিপর্যয় উল্লেখ করে তিনি বলেন, গাজায় ইসরাইলি হামলা ও দখলদারিত্ব বন্ধ করতে হবে। ইসরাইলের জঘন্যতম কর্মকাণ্ড এবং মানবতা-বিরোধী অপরাধের বিরুদ্ধে এখনই সবাইকে সোচ্চার হওয়ার কথা বলেন তিনি। ফিলিস্তিনদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. সুলতানা বলেন, গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি সংবলিত একটি প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে এবং দেশে একদিনের জাতীয় শোক পালন করা হয়েছে। গাজায় জনগণের শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top