ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত-বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ অন্যান্যদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার ( ১২ আগস্ট ২০২২) ম্যানচেস্টারস্থ শাহ্ জালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারে বাদ জুম্মা বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেস্টার কর্তৃক এক বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজিত হয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও মসজিদে আগত বিদেশী মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিলে ১৫ আগস্টে শাহাদাত-বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শাহাদাত-বরণকারী সদস্যবৃন্দ এবং অন্যান্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এবং বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নে আল্লাহর রহমান প্রার্থনা করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত শেষে দোয়া মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।