All Menu

ভারতে অবৈধ প্রবেশের দায়ে তিন বাংলাদেশি যুবক আটক

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ। এসময় আরও তিন জন বাংলাদেশি পালিয়ে গেলেও একটি মাইক্রোবাস, বাংলাদেশি সিম, মোবাইল ও ৯০ টাকা জব্দ করে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৮ জুলাই) গভীর রাতে ভারতীয় সীমান্তের ফাঁসিদেওয়া- বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্ত এলাকা থেকে একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা যুবক মোহাম্মদ বিপ্লব হোসেন, আবু বক্কর সিদ্দিক, সিয়াম হোসেন। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে জানা গেছে, বেশ কয়েকদিন আগে অবৈধ ভাবে কাঁটাতার পাড় হয়ে ভারতে প্রবেশ করে ৬ জন বাংলাদেশি। সোমবার গভীর রাতে তারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য সীমান্ত এলাকায় একটি মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এসময় টহল-রত ভারতীয় পুলিশের কাছে বিষয়টি সন্দেহভাজন মনে হলে তারা গাড়িটি আটক করার চেষ্টা করে। এসময় তিন বাংলাদেশি পালিয়ে গেলেও পরদিন বাংলাদেশি যুবক ও দুইজন ভারতীয় যুবককে আটক করে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহেরুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন যুবক নিখোঁজ হওয়ার খবর থানায় আসেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top