All Menu

নিউইয়র্ক কনস্যুলেটে সেবার মান সমুন্নত রাখতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, ফাইল ছবি।

নিউইয়র্ক, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম শুক্রবার নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে সেবার মান সমুন্নত রাখতে কনস্যুলেটের কর্মকর্তাদের নির্দেশ দেন।
বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক, ডায়াসপোরা এবং সাংস্কৃতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। এছাড়া তিনি কনস্যুলেটের নিজস্ব ভবন ক্রয়ের প্রক্রিয়া বেগবান করতে কনস্যুলেটের কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন শাহরিয়ার আলম। কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠককালে তিনি সরকারের জনবান্ধব সেবাকে আরও মানসম্মত ও দ্রুততার সাথে প্রদানের পরামর্শ দেন। বৈঠকে কনস্যুলেট জেনারেল ড. মো: মনিরুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top