All Menu

জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে

আলী আশরাফ আখন্দ, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বুধবার (৭ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে বেগম জিয়ার ভিডিও করা বক্তব্য সম্প্রচার করা হয়। এ সময় খালেদা জিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের বিষয়ে বলেন, ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। শত-শত শহীদদের জানাই শ্রদ্ধা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top