All Menu

পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যার মধ্যে সকল পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। এসময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি, এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা নতুন করে শুরু করতে চাই। এসময় তিনি ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top