আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের Workers Profit Participation Fund (WPPF)-এ ৮ কোটি ৩২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ৩টি প্রাইভেট কোম্পানি। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত WPPF-এর চেক গ্রহণ অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, বেক্সিমকো ফার্মাসিটিকেলস কোম্পানি ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড এর প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম চৌধুরী, এমপি’র হাতে যথাক্রমে ৩ কোটি ৯৩ লক্ষ ৬৫ হাজার ৪ শত ৪৬ টাকা, ৩ কোটি ৩৬ লক্ষ ৮২ হাজার ৭ শত ১৮ টাকা ও ১ কোটি ১ লক্ষ ৯০ হাজার ৯ শত ৪৫ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী দেশের আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। শ্রম প্রতিমন্ত্রী বলেন, WPPF এর মূল লক্ষ্য হলো শ্রমিকদের অবদানের স্বীকৃতি প্রদান, তাদের জীবন যাত্রার মান উন্নত করা এবং কোম্পানির মালিকানা ও পরিচালনায় তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। আপনাদের এই প্রচেষ্টা ও কার্যক্রম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিনসহ মন্ত্রণালয় ও কোম্পানি তিনটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।