আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পীকারের আমন্ত্রণে বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুর পৌনে ১টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ওই সফরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পীকার তান শ্রী জোহরি আব্দুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। স্পীকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং মাননীয় স্পীকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো: জসিম উদ্দিন কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
উল্লেখ্য, কুয়ালালামপুর সফর শেষে স্পীকার তাঁর সফরসঙ্গী-গণসহ আগামী ৭ জুলাই ২০২৪ তারিখে দেশে ফিরবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।