ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম। সোমবার (১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) বিমান বাহিনী সদর দপ্তরে সাক্ষাতকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, ভারতীয় নৌবাহিনী প্রধান সস্ত্রীক এবং প্রতিনিধি দলসহ রবিবার (৩০ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। ভারতীয় নৌবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।