আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এর সভাপতিত্বে সোমবার (২৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য আ, ফ, ম রুহুল হক, জাহিদ মালেক, মোঃ আব্দুল আজিজ, মোঃ তৌহিদুজ্জামান, মোঃ হামিদুল হক খন্দকার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বৈঠকে যোগদান করেন। বৈঠকে গোপালগঞ্জ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লি: এর ভ্যাকসিন প্রস্তুতির অগ্রগতি, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় এবং ১ম বৈঠকের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। বৈঠকে গোপালগঞ্জ এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লি: প্রকল্পের কাজে ধীরগতির কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি প্রণয়ন করা এবং এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লি: কর্তৃক ভ্যাকসিন প্রস্তুত প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন করতে একটি পৃথক সেল গঠনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট তথা দেশের সকল হাসপাতালের এনআইসিউ সেবা সহজীকরণ, সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য দূরীকরণ এবং দক্ষ চিকিৎসক গড়ে তোলার বিষয়ে কমিটি বৈঠকে গুরুত্বারোপ করে। বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।