All Menu

বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি দায়িত্বভার গ্রহণের পর বুধবার (১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ-কালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট জাতির পিতার উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদান করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর সভানেত্রী সালেহা খান বঙ্গবন্ধুর সমাধিবেদীর সামনে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তাঁরা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ১১ জুন ২০২৪ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top