All Menu

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক বুধবার (১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১০টায় কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, শাজাহান খান, আব্দুল লতিফ সিদ্দিকী, মোঃ রেজাউল হক চৌধুরী ও মাহফুজা সুলতানা অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সার্বিক কার্যক্রম, সম্পদ ও সম্পত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৯৭১ সালের প্রেক্ষাপট ও পটভূমি নিয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এম ডি,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top