আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:: দ্বাদশ জাতীয় সংসদের ‘সরকারী প্রতিষ্ঠান কমিটি’র পঞ্চম বৈঠক রবিবার (০৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ৯টায় কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, আনোয়ারুল আশরাফ খান, নাজমা আক্তার এবং সালমা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)র সার্বিক কার্যক্রম; বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বার্ষিক রিপোর্ট বিএডিসি এর উপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়; বিগত পাঁচ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় ও লাভ-লোকসান হিসাব এবং উক্ত হিসাবের বিষয়ে কোন বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়; বিএডিসি এর সর্বশেষ হিসাব (আর্থিক ও কনফিডেনশিয়াল ম্যানেজমেন্ট) এবং মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় আগামী তিন(০৩) অর্থ বছরের গৃহিতব্য অনুমিত হিসাবের বিবরণী এবং এর সাথে বিগত ২০২২-২০২৩ অর্থবছরের অর্জনের তুলনামূলক চিত্রসহ অধিকতর দক্ষ ও লাভজনকভাবে বিএডিসি পরিচালনার বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা, কর্মদক্ষতা, উন্নয়ন ও মিতব্যয়িতা নিশ্চিতে করণীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ৪র্থ বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি)র উপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত ক্যাটাগরি অনুযায়ী রিপোর্ট-ভুক্ত ৮৭টি অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়ে আলোচনা করে অডিট আপত্তিসমূহ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়।
বৈঠকে বিএডিসি’র শূন্য পদ পূরণ-কল্পে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা শেষে প্রতিষ্ঠানটির অর্গানোগ্রাম কমিটির নিকট প্রেরণের অনুরোধ করা হয়। কৃষির উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করতে বিএডিসি’র রুপকল্প ও অভিলক্ষ্য আরও সুনির্দিষ্ট করার জন্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার সুপারিশ করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, বিভিন্ন সংস্থা প্রধান-গণসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।