All Menu

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ১৭ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হবে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১৭ জুন (২০২৪ খ্রিস্টাব্দ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, ২৯ জিলকদ ১৪৪৫ হিজরি শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছা উপজেলায় চাঁদ দেখা যায়। শনিবার (০৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১০ জিলহজ ১৪৪৫ হিজরি সোমবার (১৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top