ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন আইএফআরসি প্রেসিডেন্ট কেট ফোর্বস এবং ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট। বুধবার (০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাত করেন ঢাকা সফররত দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অভ্ রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট কেট ফোর্বস (Kate Forbes)। একইদিন অপরাহ্ণে বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট (Sheldon
Yett) সাক্ষাত করেন। দুই বৈঠকে রোহিঙ্গা সমস্যা এবং সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কার্যক্রম ও নতুন উদ্যোগের ওপর আলোকপাত করেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।