All Menu

বকেয়া পাওনা পরিশোধ না করায় দুই গার্মেন্টস মালিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সুপারিশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নারায়ণগঞ্জের ক্রোনী অ্যাপারেলস লিমিটেড ও অবন্তি কালারটেক্স লিমিটেড এর মালিক এ এইচ এম আসলাম সানি এবং গাজীপুরের ডেনিশ নীট ওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন হাওলাদার তাদের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করায় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে অনুরোধ করেছে ।
সোমবার (২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top