আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) পবিত্র ঈদ-উল ফিতর ২০২৪ এর ঈদের জামাত আগামী ১১ এপ্রিল ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ মুসল্লিগণ উক্ত জামাতে অংশ নেবেন। উল্লেখ্য, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লিগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। জাতীয় সংসদ সচিবালয় এর পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মোঃ তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।