All Menu

সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে কোনো এলাকা পিছিয়ে পড়ে থাকবে না

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে কোনো এলাকা পিছিয়ে পড়ে থাকবে না। তিনি বলেন, স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরি করে এসব এলাকার উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর প্রেসক্লাব অডিটোরিয়ামে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
মহিববুর রহমান বলেন, পটুয়াখালী জেলায় সমুদ্রতীরবর্তী এলাকাসহ দেশের অন্যান্য দুর্যোগ-প্রবণ এলাকাসমূহকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top