All Menu

জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এর পক্ষ থেকে ৫৪ তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ভোরে ঢাকার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পীকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট এট আর্মস সাব্বির আহমেদ খান। এরপর রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্পীকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ডেপুটি সার্জেন্ট এট আর্মস মোঃ তানভীর হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top