All Menu

জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতার প্রতিকৃতিতে ডেপুটি স্পীকারের শ্রদ্ধা

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের ৫৩ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) ভোরে ঢাকার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডেপুটি স্পীকার এ শ্রদ্ধা জানান। এ সময় ডেপুটি স্পীকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। এরপর রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top