সিংড়া, নাটোর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের মানুষ এবং সরকারকে দায়ী না হয়েও ভুক্তভোগী হতে হচ্ছে। এজন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে এবার রমজানে ইফতার পার্টি না করে, সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তিনি শনিবার (১৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) নাটোরের সিংড়া উপজেলার সরকারি খাদ্য গোডাউন চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৌদি আরবের বাদশাহ-এঁর পক্ষ হতে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণ-কালে এসব কথা বলেন। এদিন তিনি আরও বলেন, আমাদের বন্ধুরাষ্ট্র সৌদি আরবের বাদশাহর উপহার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ কেজি চিনি, এবং তেল-লবণসহ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের সিংড়ার ২৪০০ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে থেকে ঘর পেয়েছেন। আজকে হয়তো সবাইকে আমরা এই পণ্য সামগ্রী দিতে পারলাম না, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। সারা বাংলাদেশের ১ কোটি ৩০ লক্ষ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টিসিবি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে প্রদান করছেন। এর পাশাপাশি আমরা সামর্থ্য অনুযায়ী ব্যক্তি পর্যায়ে, রাজনৈতিক-সাংগঠনিক পর্যায়ে আমার এলাকাবাসীদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারা সকলে দোয়া করবেন যেন মহান আল্লাহ্ তাআলা আমাদেরকে এই সংকট কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং এই রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে প্রকৃত ইমানদার মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।