ইসলামপুর, জামালপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে আর এন্ড এট ডেফলাপাড়া-বেনুয়ারচর রাস্তায় দু’টি আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ)
ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজ দু’টির উদ্বোধন করেন। ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ শীর্ষক প্রকল্পের আওতায় ইসলামপুরের আর এন্ড এট ডেফলাপাড়া-বেনুয়ারচর রাস্তায় যথাক্রমে ১ হাজার ৬০০ মিটার ও ২ হাজার ১০০ মিটার চেইনেজে ব্রিজ দু’টি নির্মিত হয়েছে। এই দু’টি ব্রিজ নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৯৩ লাখ ১১ হাজার ৩৩৯ টাকা। এতে অর্থায়ন করেছে যৌথভাবে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। এই ব্রিজ দু’টি নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলো ইসলামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তনয় এন্টারপ্রাইজ ব্রিজ দু’টি নির্মাণ করেছে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, চর গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।