All Menu

পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচী নির্ধারণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের কোর্ট ও অফিসের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচী অনুযায়ী আপীল বিভাগের কোর্টের কার্যক্রম সকাল সাড়ে ৯টা হতে বেলা সোয়া ১টা পর্যন্ত এবং আপীল বিভাগের অফিসের কার্যক্রম সকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত চলবে। দুপুর সোয়া ১টা হতে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এছাড়া, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top