ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নির্দিষ্ট সময়ের আগে বাঁধের কাজ শেষ না হলে এই অঞ্চলের ফসল ও ঘর-বাড়ি যমুনার ভাঙনে বিলীন হয়ে যাবে। এতে নদী পাড়ের মানুষের ব্যাপক ক্ষতি হবে।
এ কারণে দ্রুত সময়ের মধ্যে এনায়েতপুর স্পার বাঁধের কাজ শেষ করা হবে। শুক্রবার (৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্ষার আগেই সিরাজগঞ্জের এনায়েতপুরে নদীভাঙন রোধ কাজ শেষ করা হবে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আগামীকাল থেকে ম্যাথমেটিক্স সার্ভে শুরু করে ভাঙন-রোধে কাজ শুরু করবে। জিও ব্যাগ ও সিসি ব্লক দিয়ে তীর সংরক্ষণ করা হবে। জাহিদ ফারুক আরো বলেন, নদীর যে স্থানগুলোতে ড্রেজিং করা হয়েছে সেখানে পানি প্রবাহিত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় চরপড়ায় ভাঙন কমেছে। চরের শেষ মাথায় ভাঙন দেখা দিয়েছে। এজন্য সেখানে আরো ৫শ মিটার বেশি কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এনায়েতপুরে ভাঙন-রোধে প্রায় ৬৩৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা রক্ষায় প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ চলমান রয়েছে। বাস্তবায়ন হলে নদীভাঙন রোধ হবে। পরিদর্শন-কালে সংসদ সদস্য চয়ন ইসলাম, আব্দুল মোমিন মণ্ডল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।