All Menu

উইমেন স্পীকার্স সামিটে যোগদানের জন্য স্পীকারের ঢাকা ত্যাগ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক ৬ এবং ৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে আয়োজিত “উইমেন স্পীকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) রাত ১টায় ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ওই সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট এ্যাট আর্মস সাব্বির আহমেদ খান ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পীকারের সফরসঙ্গী হয়েছেন। উল্লেখ্য, ফ্রান্স সফর শেষে স্পীকার ও তাঁর সফরসঙ্গীগণ আগামী ১০-১২ মার্চ ২০২৪ তারিখে যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভ্রমণ শেষে স্পীকার আগামী ১৫ মার্চ ২০২৪ তারিখে দেশে ফিরবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top