শ্রীপুর, গাজীপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তির ভরসাস্থল। তাই এখানে স্বাচ্ছন্দ্যে মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী শনিবার (২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ম্যানেজম্যান্ট কমিটির সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তাই উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সসমূহকে আধুনিক চিকিৎসা সরঞ্জামাদিসম্পন্ন করে তোলার পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়ন করা হয়েছে। তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবা প্রদানে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। এসময় শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান ও পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন শ্রীপুরের রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৪ (চার) তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের পাশাপাশি মায়েদেরকে স্মার্ট রূপে গড়ে তুলতে হবে। কারণ, শিশুর মনোজগতে ও বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি শিশু শিক্ষার্থীর মায়ের সাথে শিক্ষকদের নিবিড় যোগাযোগ রাখার পরামর্শ দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।