All Menu

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এমপি এর সভাপতিত্বে বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য শাজাহান খান, ফাহমী গোলন্দাজ বাবেল, এস এম আল মামুন, এস. এম. ব্রহানী সুলতান মামুদ, মোঃ আসাদুজ্জামান এবং মোঃ আবদুল্লাহ আলোচনায় অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক হওয়ায় উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। বিগত একাদশ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে কমিটির সদস্যগণকে অবহিত করা হয়। এছাড়াও মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাসমূহের কার্যাবলীর উপর কমিটির সদস্যগণকে অবহিত করা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top