ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর তেজগাঁও এলাকায় সরকারি সিএমএসডি’তে (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো) ঝটিকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী সিএমএসডিতে গিয়ে স্টোরেজ ঘুরে-ফিরে দেখেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় সেখানে শত শত কার্টন ভর্তি নানারকম জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী পড়ে থাকতে দেখেন এবং নানা অনিয়ম দেখতে পান। তাছাড়া বিভিন্ন জরুরি স্বাস্থ্যসেবার পণ্য সেখানে অনেকদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডা. সামন্ত লাল সেন এসব অনিয়ম দেখে স্টোরেজের সব মালামালের তালিকা, কোন মালামাল কত তারিখে ডেলিভারি হয়েছে এবং আগামীতে কোন পণ্য কবে ডেলিভারি করা হবে তা সহ কেন এত মালামাল নষ্ট হয়ে পড়ে আছে তার কারণ জানিয়ে আগামী সাত দিনের মধ্যে তাঁর নিকট একটি লিখিত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দেন । মন্ত্রী সেখানে উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন সংগ্রহপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি জরুরি সভা আহ্বানের নির্দেশ দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।