All Menu

মধ্য ভেঙ্গুড়া দারুন নাজাত মসজিদ ও মক্তবখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসলামপুর, জামালপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জামালপুরের ইসলামপুরে মধ্য ভেঙ্গুড়া দারুন নাজাত মসজিদ ও মক্তবখানার ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মধ্য ভেঙ্গুড়া দারুন নাজাত মসজিদ ও মক্তবখানা কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, মসজিদ কমিটির সভাপতি জিন্নাত রহমান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মসজিদের উন্নয়ন ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top