ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত চ্যালেঞ্জের মধ্যেও আমাদেরকে মেট্রোরেল উপহার দিয়েছেন। মেট্রোরেল যাতে নির্মাণ না হয়, সেজন্য ভয়ঙ্কর হলি আর্টিজানের ঘটনা ঘটানো হয়। জাপানের সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ককে নষ্ট করার ষড়যন্ত্র করা হয়। ঢাকাবাসী যেন মেট্রোরেলের মতো পরিবেশ বান্ধব ও সময় সাশ্রয়ী একটি পরিবহন না পায় সেজন্য ষড়যন্ত্র করা হয়। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মেট্রোরেলে করে বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে পৌঁছে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগে সচিবালয় থেকে আগারগাঁওয়ে যাওয়ার কথা চিন্তা করলেই মন খারাপ হয়ে হয়ে যেতো। এখন সেটা আনন্দের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, দিন বদলের চ্যালেঞ্জ নিয়েছিলেন সেটি আজ সফল হয়েছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগে মতিঝিল থেকে মিরপুর পর্যন্ত যাতায়াতে যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতো। এখন সেটা নেই। মাত্র কয়েক মিনিটে যাতায়াত করা যাচ্ছে। তিনি বলেন, এখন মিরপুর রোডে গণপরিবহনে যাত্রীদের তেমন চাপ নেই। এমআরটি লাইনের বাকিগুলো চালু হলে ঢাকার পরিবেশ অনেক সুন্দর হয়ে যাবে। প্রতিমন্ত্রী পরে আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ মুসা, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সী মোঃ মনিরুজ্জামান এবং পরিচালনা পরিষদের সদস্য জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী স্থলবন্দরের মাধ্যমে প্রতিবেশীদের সাথে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।