আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদে স্পীকার পদে পুনঃনির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্পীকার শিবচর উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানানো হয়। এসময় স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা এবং চীফ হুইপসহ হুইপবৃন্দ উপজেলা পরিষদে রক্ষিত বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এর-পূর্বে স্পীকার শিবচর দত্তপাড়াস্থ ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাইয়ের মাজার জিয়ারত করেন এবং সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এসময় ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা, চীফ হুইপসহ হুইপবৃন্দ, চীফ হুইপের পরিবারবর্গ, পীরগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাদারীপুর আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।