All Menu

অপরাধ দমনে সাংবাদিকরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অপরাধ দমনে সাংবাদিকরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নবনির্বাচিত সদস্যবৃন্দ বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ বাসভূমি করতে আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। তিনি বলেন, বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে সাংবাদিকরাও তাদের দায়িত্বপালন করে যাচ্ছে, বিশেষ করে ক্রাইম রিপোর্টাররা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সাংবাদিকগণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনেক ক্লু-লেস অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। সাক্ষাতে ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান বাংলাদেশের আইনশৃঙ্খলা ও বাজারশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকার বিষয়ে বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ক্র্যাবের রেজিস্ট্রেশন পাওয়ার বিষয়ে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় ক্র্যাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top