All Menu

মহাকবি তাঁর সাহিত্যে গভীর দেশাত্মবোধকে জাগ্রত করেছেন

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সংগৃহীত চিত্র।

কেশবপুর, যশোর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে আধুনিকতার ছোঁয়ায় প্রসিদ্ধ করেছেন। তাঁর প্রতিটি সাহিত্যে গভীর দেশাত্মবোধ জাগ্রত। শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও ৯ দিনব্যাপী মধু মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, মাইকেল মধুসূদন দত্তের শক্তিশালী লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যশোরের জেলা প্রশাসক ও মধু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর পৌর সভার মেয়র হায়দার গণি খান পলাশ, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, ড. কুদরত ই খোদা, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top