ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ফিলিপাইনের বিনিয়োগকারীদের বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। মন্ত্রী বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র (Leo Tito L. Ausan,Jr) এর সাথে সাক্ষাৎকালে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পে ফিলিপাইন বিনিয়োগ করলে তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে। পর্যটন ও এভিয়েশন শিল্পে একত্রে কাজের মাধ্যমে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার বন্ধুত্ব আরো জোরদার হবে। বাংলাদেশের পর্যটন শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ফিলিপাইনের রাষ্ট্রদূত বলেন, সমৃদ্ধ সংস্কৃতি ও অনন্য সুন্দর প্রকৃতি নিয়ে বাংলাদেশ একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য। তিনি এবিষয়ে ফিলিপাইনের বিনিয়োগকারীদের অনুরোধ করবেন বলে জানান। ঢাকা-ম্যানিলা সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়েও রাষ্ট্রদূত এসময় আগ্রহ প্রকাশ করেন। বিমান ও পর্যটন মন্ত্রী বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার বিদ্যমান এয়ার সার্ভিস চুক্তিটি পুরাতন হওয়ায় তা দ্রুত আপডেট করে নতুন করে স্বাক্ষর এবং ঢাকা-ম্যানিলা সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে যাত্রী ও কর্গোর বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।