ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আমন্ত্রণে সোমবার (২২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সংযুক্ত আরব আমিরাত গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘UMEX 2024 (Unmanned Systems 2024) and SIMTEX 2024 (Simulation and Training Systems 2024) Exhibitions’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।