ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ”In Aid to Civil Power” এর আওতায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের অংশ হিসেবে গত ০৪ ও ০৫ জানুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর ০৩ টি এমআই-১৭ এবং ০২ টি বেল-২১২ হেলিকপ্টার-যোগে সর্বমোট ১৯টি মিশনে বরকল, লক্ষীছড়ি, আলীকদম, মারিশা, থানচি, যক্ষাবাজার, রোয়াংছড়ি, বিলাইছড়ি, রুমা সহ অন্যান্য দুর্গম পাহাড়ি অঞ্চলের ১১০টি পয়েন্টে প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বমোট ৫২৪ জন সদস্য এবং ৪৬৬০ কেজি নির্বাচনী মালামাল ও ব্যালট-বক্স সুষ্ঠুভাবে পরিবহন করা হয়। ০৬ জানুয়ারি ২০২৪ তারিখেও অনুরূপভাবে হেলি সর্টির মাধ্যমে অবশিষ্ট ভোটকেন্দ্র সমূহে প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, ব্যালট-বক্স এবং প্রয়োজনীয় সরঞ্জামসমূহ পরিবহন অপারেশন পরিচালনা করা হয়েছে এবং আগামী ০৮, ০৯ ও ১০ জানুয়ারি ২০২৪ তারিখে উক্ত সদস্যগণ এবং নির্বাচনী সরঞ্জামসমূহ প্রত্যাহারের অপারেশন পরিচালনা করা হবে। পাশাপাশি, বিমান বাহিনী কর্তৃক আকাশ থেকে সক্রিয় নজরদারি চলমান রয়েছে। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।