আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ও এমপি নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন, তালতলি, গোবরাতলা বাজার, মহিপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। একই সময়ে নৌকায় ভোট চেয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান এমপি গোমস্তাপুর উপজেলার বিভিন্ন গ্রামে পথ-সভায় করেন। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভার প্রধান বক্তা ছিলেন, বর্তমান এমপি নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন নৌকার প্রার্থীরা। গণসংযোগ ও সভায় আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।