ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে পঞ্চগড়-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলা নির্বাহী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বহ্নি শিখা আশার কাছ থেকে ফরম সংগ্রহ করেন তিনি। পঞ্চম বারের মত তিনি বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখে প্রশাসনের প্রটোকল ছাড়ায় কয়েকজন নেতাকে নিয়ে ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।