ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। সোমবার (২৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকালে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মী নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি। এরপর দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনামুল হক শামীম বলেন, আমাকে দ্বিতীয়বারের মতো নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের মানুষের সেবা করার জন্য দলীয় মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা-এর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নড়িয়া উপজেলা, নড়িয়া পৌরসভা এবং সখিপুর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং জনসাধারণের প্রতি। উপ-মন্ত্রী বলেন, গত ৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের উন্নয়নে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারী নির্বাচনে পুনরায় বিপুর ভোটে বিজয়ী হয়ে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। আর আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরকে স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। এসময় তাঁর সঙ্গে ছিলেন, এনামুল হক শামীমের স্ত্রী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাহমিনা খাতুন শিলু, ছোট কন্যা ইফরাহ আশ্রাফী হক, শরীয়তপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাক প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।