All Menu

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার (২৭ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর ডেপুটি স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এর আগে দুপুরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩/এ থেকে আনুষ্ঠানিকভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে ৬৮ পাবনা-১ সংসদীয় আসনের দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top