All Menu

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর মনোনয়ন ফরম বিতরণ শুরু

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার (১৮ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুর ১২টায় ২২/১, তোপখানা রোডস্থ বিএনএফ’র কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস,এম, আবুল কালাম আজাদ। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে বিএনএফ’র প্রেসিডেন্ট এস, এম, আবুল কালাম আজাদ ঢাকা-১৭ এবং চট্টগ্রাম-৮ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় বিএনএফ’র প্রেসিডেন্ট বলেন, ‘বিএনএফ এককভাবে নির্বাচন এবং সব কয়েকটি আসনে প্রার্থী দিবে। পার্লামেন্টের ভিতরে বাহিরে ইতিবাচক গঠনমূলক রাজনৈতিক দল অপরিহার্য। তিনি আন্দোলনরত বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহণ করার আহবান জানিয়ে বলেন, অংশগ্রহনমুলক গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই।’ মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে দলীয় প্রেসিডেন্ট ছাড়াও ফরম সংগ্রহ করেন, মোঃ জাবেদ আলী (নওগাঁ-৩) এস এম ইসলাম (ঢাকা-১৫), মোসাম্মদ সেলিনা বানু (পাবনা-০৪) সাদিকুন নাহার উর্মি (ঢাকা-১১), এ ওয়াই এম কামরুল ইসলাম (ঢাকা-১৪), মো. বিটু মিয়া (নরসিংদী-০৫), কে এম জহুরুল ইসলাম (কুষ্টিয়া-০৩), নুরুল ইসলাম জেন্টু ( চাঁপাই নবাবগঞ্জ-০১), মমতাজ সুলতানা আহমেদ (মুন্সিগঞ্জ-০৩), এস এম লিটন (ঢাকা-০৫), মোঃ মমিনুল ইসলাম (ঝিনাইদহ-০২), মোঃ আজিজুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-০২)। মনোনয়ন ফরম বিতরণ চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনএফ’র সেক্রেটারি জেনারেল ড: নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান খান নাজিম, ভাইস চেয়ারম্যান এ,ওয়াই,এম, কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ শফিউল্লাহ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, সাংগঠনিক মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, যুব বিষয়ক সম্পাদক রিয়াদুল আহসান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সজীব কায়সার মিথুন, কেন্দ্রীয় সদস্য মোঃ মমিনুল ইসলাম, নারী নেত্রী সাদেকুন নাহার উর্মি প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top