আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: এক দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (১৩ জুলাই) তিনি বিমানযোগে সকাল সোয়া আটটায় রাজশাহী পৌঁছবেন। পরে সকাল ৯ টায় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। এ জেলায় এসে বিভিন্ন আম বাগান পরিদর্শন করবেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কৃষিমন্ত্রী বিমানযোগে সকাল সোয়া আটটায় রাজশাহী এসে পৌঁছবেন। পরে সকাল ৯ টায় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। মন্ত্রী সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় আমচাষী রফিকুল ইসলামের বাগান পরিদর্শন করবেন। দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করবেন। এদিন বিকাল তিনটায় মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগদান করবেন। বিকাল সাড়ে চারটায় চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা হবেন। এদিন বিকাল সোয়া ছয় টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।