ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রংপুর জেলার পীরগাছা উপজেলাধীন দামুর চাকলা বাজার সংলগ্ন আলাইকুমারী নদীর উপর ব্রীজটি গত ২৮ মে ২০২৩ তারিখ রাত আনুমানিক ২০৩০ ঘটিকার সময় ভেঙ্গে যায়। ফলে উপজেলার ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর ইউনিয়নের জনগণের চলাচলের ব্যস্ততম এই রাস্তাটির সাথে রংপুরসহ অন্যান্য জেলা ও উপজেলার সবরকম যোগাযোগ বন্ধ হয়ে যায়। জনসাধারণের চলাচলের সুবিধার্থে জরুরী ভিত্তিতে একটি অস্থায়ী ব্রীজ (বেইলি ব্রীজ) স্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলশ্রুতিতে গত ১৯ জুন ২০২৩ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে আলাইকুমারী নদীর উপর ১০০ ফুট দৈর্ঘ্যরে একটি বেইলী ব্রীজ স্থাপন করা হয়েছে।
উক্ত ব্রীজটি কাজ চলাকালে ১৬ জুন ২০২৩ তারিখে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এবং ১৭ জুন ২০২৩ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি ব্রীজটি পরিদর্শন করেন। ব্রীজ এর কাজ স্বল্প সময়ে দ্রুততার সাথে সম্পন্ন করায় স্থানীয় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে। ব্রীজ নির্মাণের ফলে জনসাধারণের যোগাযোগের অসুবিধা দূর হয়েছে।
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গত ১৯ জুন ২০২৩ তারিখ রংপুর এরিয়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৩ চলাকালীন রংপুর, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। উল্লেখ্য, ৩টি জেলায় ৭০৯ জন পুরুষ, ৭২২ জন মহিলা, ৪৮৫ জন শিশু এবং ১৭৫ জনের ব্লাড গ্রুপিংসহ সর্বমোট ২,০৯১ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও ১৫৫ জনের ব্লাড সুগার (ডায়াবেটিস) পরীক্ষা করা হয়েছে এবং বেশ কিছু সংখ্যক রোগীর জটিল রোগের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয় (তথ্যসূত্র: আইএসপিআর)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।