All Menu

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং দপ্তর-সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং অধীন পাঁচটি দপ্তর-সংস্থার সাথে আগামী ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় মহিলা সংস্থা ও জয়িতা ফাউন্ডেশন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহন করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বছরের শুরু থেকেই পরিকল্পনা মাফিক কাজ করলে আজ যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা হলো তা বাস্তবায়ন সম্ভব হবে। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত নারী ও শিশুর কল্যাণে সকল কার্যক্রমের সুফল এদেশের নারী ও শিশুরা পাবে।
সচিব নাজমা মোবারেক বলেন, আজ দপ্তর সংস্থা থেকে আগামী বছর কি কার্যক্রম বাস্তবায়িত হবে, তার একটা কমিটমেন্ট। এর ফলে মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ হলো আগামী বছর সচ্ছতার সাথে তা অর্জিত হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন মহাপরিচালক ফরিদা পারভীন, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজির লিটন, জয়িতা ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং জাতীয় মহিলা সংস্থা্র নির্বাহী পরিচালক আবেদা আকতার। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, যুগ্মসচিব ফেরদৌসী বেগমসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top