All Menu

সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, সংগৃহীত চিত্র।

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শুক্রবার (২৩ জুন ২০২৩) পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সস্ত্রীক সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। তাঁরা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ্জের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহ সুবহানু তায়ালা যেন তাঁদের হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য তিঁনি সৌদি আরব গমনের প্রাক্কালে সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, পবিত্র হজ্জব্রত পালন শেষে সেনাবাহিনী প্রধান ০৩ জুলাই ২০২৩ তারিখ দেশে প্রত্যাবর্তন করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top